Redmi note 13 pro price in Bangladesh || বাংলাদেশের জাতীয় ফোন

Redmi note 13 pro

Redmi note 13 pro বর্তমান সময়ে মার্কেট খুব জনপ্রিয় ফোন। এই ফোনের বেশ কিছু আকর্ষণীয় দিক রয়েছে যেমন 6.67” এমোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 200MP মেইন ক্যামেরা।

এছাড়া আরও বেশ কিছু ফির্চার রয়েছে বলেই মার্কেটে এই স্মার্টফোন এর এতো চাহিদা। চলুন তাহলে এই ফোনটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

Redmi note 13 pro

ডিহাইনঃ

ডিজাইনের দিক দিয়ে Redmi note 13 pro ফোনটি কিন্তু আসলেই অনেক সুন্দর। রেয়ার প্যানেলটা দেখতে অনেক ভালো লাগবে সবার। পিছনের দিকে গ্রসি একটা ফিনিশিং দেওয়া হয়েছে। 

ক্যামেরা মডিউলটা স্কয়ার সেপ রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সব পোর্ট অ্যান্ড বাটন রয়েছে যেমন উপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েস ক্যান্সোলেসন মাইক।

নিছের দিকে রয়েছে টাইপ-সি চার্জিং পোট এবং ডুয়েল স্টেরিও স্পিকার। ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রয়েছে যা খুব একুরেট এবং ফাস্ট কাজ করে কোন এনিমেশন ডিলে বা ল্যাক পাবেন না। এবং এর পজিশনটা ঠিক ঠাক রয়েছে।

ডিসপ্লেঃ

ডিসপ্লে হিসাবে Redmi note 13 pro তে 6.67” Amoled ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হলো 2400×1080 পিক্সেল যা যথেষ্ট পরিমানে ভালো একটি ডিসপ্লে। কন্টেন্ট দেখার সময় কালার গুলো বেশ ভালো ভাবে ধরে রাখতে পারে। 

আপনি যদি কন্টেন্ট বা গেমিং করেন তাহলে এই কালার ফুল ডিসপ্লের পারফরম্যান্স আপনার কাছে বেশ ভালো লাগবে।

ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট রয়েছে যা রেগুলার কাজ বা মাল্টিটাস্কিং বেশ ভালো পারফর্মেন্স করতে পারে। ফোনটির পিক ব্রাইটনেস হলো 1300 নিটস যা ইনন্ডোর এবং আউটডোরে বেশ ভালো ভাবেই দেখা যায়।

মোবাইল কে ধুল-বালির বা ক্রাচ এর হাত থেকে রক্ষা করার জন্য করনিং গোরিলা গ্লাস ৫ এর প্রটেকশন ব্যবহার করা হয়েছে।

আমি যদি এক কথায় বলতে চাই Redmi note 13 pro এর ডিসপ্লে একদম যূস সেই লেভেলের একটি ডিসপ্লে। আপনি এই ডিসপ্লে নিয়ে বেশ সন্তুষ্ট থাকবেন। বেশ কালার ফুল একটা ডিসপ্লে।  কন্টেন্ট দেখার অভিজ্ঞতা আরও এক ধাপ বাড়িয়ে দেবে এর ডিসপ্লে পারফরম্যান্স।

Redmi note 13 pro

ক্যামেরাঃ

Redmi note 13 pro তে পিছনে তিনটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। চলুন ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

মেইন ক্যামেরা

Redmi note 13 pro তে মেইন ক্যামেরা হিসাবে 200MP এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর 200MP ক্যামেরার ছবিগুলো বেশ ভালো কালার ফুল ছবি তোলতে পারে।

প্রপার লাইটিং কন্ডিশনের বেশ ভালো ও নিখুঁত ছবি দেয়। ছবির ব্রাইটনেস ও সার্ফনেস ধরে রেখে বেশ ভালো ছবিই তুলতে পারছিলো এর 200MP এর মেইন ক্যামেরাটি। 

সেকেন্ডারি ক্যামেরা

সেকেন্ডারি ক্যামেরা হিসাবে 8MP এর আল্টা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং আরও একটি 2 MP এর ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল এ 30/60fps এবং 720 পিক্সেলে এ 30fps এ। মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমানে ভালো ও স্টাবোল ভিডিও দেয়। 

সেলফি ক্যামেরা 

Redmi note 13 pro তে ভালো সেলফি তোলার জন্য এতে 16MP এর একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা দিয়ে বেশ কালার ফুল সেলফি তুলতে পারবেন। এর সেলফি গুলো বেশ ভালো লাগবে সেলফি লাভার দের। 

ফ্রন্ট ক্যামেরা দিয়ে হাই রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 30/60fps এবং 720 পিক্সেল 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 

পারসোনাল ভাবে বলতে পারি এর ক্যামেরা পারফরম্যান্স নিয়ে কারও কোন অভিযোগ থাকবে না। কারণ এর 200 মেগা পিক্সেল এর ছবি গুলো বেশ ভালো এবং একুরেট ছবি তুলতে পারে। আশাকরি এর ক্যামেরা পারফরম্যান্স সবার ভালো লাগবে।

Redmi note 13 pro

পারফরম্যান্সঃ

একটি স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার হার্ডওয়্যার সেকশন। স্মার্টফোন কতটা পাওয়ারফুল হবে সেটা তার হার্ডওয়্যার সেকশন দেখে বুঝা যায়। চলুন তাহলে এবার এত পারফম্যান্স নিয়ে কথা বলা যাক।

প্রসেসর

প্রথমেই এর প্রসেসর নিয়ে কিছু কথা বলি। Redmi note 13 pro তে মিডিয়াটেক হেলিও জি ৯৯ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে যা ৬ নেনো-মিটার চিপসেট।

এর সিপিও হলো octa-core processor, 2.2Gh এবং জিপিও হলো মালি জি৫৭। আমরা সকলেই জানি জি৯৯ একটি ভালো শক্তিশালী প্রসেসর। দৈনন্দিন কাজ বা গেমিং এ বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যায় এই চিপসেট থেকে।

র‍্যাম ও স্টোরেজ

ফোনটিতে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ ভালো স্পেস স্টোরেজ। এছাড়া আপনি চাইলে ১ ট্যারাবাইট পযন্ত এক্সট্রা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। 

গেমিং

MediaTak Helio G99 আল্ট্রা ভালো মানের একটি গেমিং প্রসেসর। যা দিয়ে আপনি মোবাইলের জনপ্রিয় গেমস গুলো যেমন Pubg, Free fire, Call Of duty এর মতো ভারি গেমস গুলি খেলতে পারবেন কোন প্রকার ল্যাক বা ফ্রেম ড্রপ ছাড়া।

অপারেটিং সিস্টেম 

Redmi note 13 pro তে অপারেটিং সিস্টেম UIMI 14 দিয়ে রান করছে যা এই মুহুর্তে লেটেস্ট অপারেটিং সিস্টেম।

সব মিলিয়ে বলতে গেলে এত পারফরম্যান্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এই মোবাইলটা দৈনন্দিন কাজ ও গেমিং এর জন্য ভালো একটি বিকল্প। আপনি যদি ভালো একটি ফোন খুজেন যার পারফরম্যান্স হবে সুপার লেভেলের তাহলে এই ফোনটি আপনার জন্য।

Redmi note 13 pro

ব্যাটারি

Redmi note 13 pro -এ 5000mAh এর একটি লং-লাষ্টিং ব্যাটারি রয়েছে যা সাধারণ ব্যবহারে আপনি ১দিন চালিয়ে নিতে পারবেন। আপনি যদি একটু হেবি ইউজার হন যেমন গেমস খেলেন বা গ্রফিক্স এর কাজ করেন তাহলে আপনাকে দিনের শেষে চার্জ করে নিতে হবে।

মোবাইলে থাকা 5000mAh ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে 67W এর টারভো চার্জিং সিস্টেম যা দিয়ে আপনি খুব তারাতারি ফুল চার্জ করতে পারবেন।

মোবাইল এর দাম

Redmi note 13 pro বাংলাদেশ মার্কেট তিনটি কালার ভেরিয়েন্ট এ পাওয়া যায় Midnight Black, Forest Green, Lavender Purpel। এছাড়া এর দুটি বেস-ভেরিয়েন্ট রয়েছে 8/256GB এবং 12/512GB। 

বাংলাদেশ মার্কেট 8/256GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে ২৬০০০/- টাকা। এবং 12/512GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে ৩৩০০০/- টাকা। যা এই প্রাইস পয়েন্টে অন্য সব ব্যান্ডের মোবাইল এর থেকে বেশ ভালো কিছু প্রভাইড করছে রিদমি।

Redmi Note 13 pro বাংলাদেশি জাতীয় ফোন