Galaxy A35 5G – “এ” সিরিজের ব্যালেন্স ফোন

বাংলাদেশ মার্কেটে স্যামসাং এর “এ” সিরিজের জনপ্রিয় স্মার্টফোন হলো Galaxy A35 5G। স্যামসাং সবসময় “এ” সিরিজের ফোন গুলোতে ব্যালেন্স একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করে। যেমন ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স সবদিকে একটা ব্যালেন্স রাখার ট্রাই করে। আজকে Galaxy A35 5G এই ডিভাইজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

Galaxy A35 5G

ডিজাইনঃ

ডিজাইনের দিক দিয়ে Galaxy A35 5G একদম আগের মতোই যেমনটা আমরা আগের জেনারেশনের “এ” সিরিজের ফোন গুলোতে দেখেছি ঠিক তেমনি ডিজাইন দেওয়া হয়েছে।

তবে ভালো ব্যাপার হলো এই ফোনের পিছনে এবার তারা গ্লাস ব্যবহার করেছে যেখানে তারা আগের জেনারেশনের ফোন গুলোতে প্লাস্টিক ব্যবহার করতো। মোবাইলটি বডি প্লাস্টিক দিয়ে তৈরি এর যে বড় ভাই A55 5G সেটাতে টাইটানিয়াম ব্যবহার করা হয়েছিলো, কিন্তু এটাতে এবার তারা প্লাস্টিক ব্যবহার করেছে।

মোবাইল এর ডিসপ্লে প্রটেক্ট করছে করনিং গরিলা গ্লাস Victus +। এই ডিভাইস এ আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। ফোনটির ডান সাইডে বলিউম লকার ও হোম বাটোন একটু উঁচু রাখা রয়েছে যাতে করে খুব সহজেই ফাইন্ড আউট করা যায় এর পজিশন।

মোবাইল এ রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যার পজিশন ঠিক ঠাক রয়েছে এবং যথেষ্ট পরিমান ফাষ্ট ও একুরেট। ডিজাইনের দিক দিয়ে পরিবর্তন লক্ষ করবেন এর ফ্রন্ট ক্যামেরায়। আগের ফোন গুলোতে আমরা ওয়াটার ড্রপ নছ দেখতাম কিন্তু এবারে স্যামসাং পানছোর কাটার ব্যবহার করেছে।

রিলেটেড কন্টেন্ট

Redmi note 13 pro price in Bangladesh || বাংলাদেশের জাতীয় ফোন

ডিসপ্লেঃ

তো এবারে একটু এর ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। Galaxy A35 5G তে 6.6 ইঞ্চি স্যামসাং এর সুপার এমোলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা FHD+ রেগুলেশন। ডিভাইস এ 120Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে এর পিক ব্রাইটনেস হলো ১০০০ নিটস যা যথেষ্ট ভালো।

ইনডোরে বেশ ভালো ভাবেই ব্যবহার করা যায়, ডিরেক্ট সান লাইটে মুটামুটি ভালোই ব্যবহার করা যায়। খুব একটা প্যারা নিতে হবে না এর ব্রাইটনেস নিয়ে। আর ৩৯০ হলো এর PPI। 

Galaxy A35 5G তে 60Hz থেকে 120Hz এডাপটিং রিফ্রেস রেট রয়েছে, যা প্রয়োজন আনুসারে 60Hz থেকে 120Hz পযন্ত ব্যবহার করতে পারবেন। ব্যাটারি ও ঐভাবে ব্রান করবেন। ডিসপ্লের টাস রেসপন্স বেশ ভালো এবং একুরেট। ওভারঅল বলতে গেলে এর ডিসপ্লে পারফরম্যান্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন।

Galaxy A35 5G camera

ক্যামেরাঃ

Galaxy A35 5G তে মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে 50MP এর, যেখানে OIS রয়েছে এবং এটা সনির সেন্সর Sony lyt600। এর পরের সেন্সরটি হলো 8MP এর আল্ট্রা-ওয়াইড এবং 5MP এর ম্যাক্রো সুটার। ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 13MP এর সেলফি ক্যামেরা।

Galaxy A35 5G এর মেইন ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি তোলতে পারবেন। অনেকটাই ন্যাচারাল ছবি পাবেন বলে আশাকরি। লো-লাইট কন্ডিশনে এর নাইট মোড অন করে ছবি তুললে তুলনামূলক ভালো ছবি পাবেন। এর পোর্টেড মোড বেশ ভালো ভাবেই কাজ করে।

এর 13MP ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো ছবি দিয়ে পারে। ব্রাইটনেস বেশ ভালো ভাবেই ধরে রাখতে পারছিলো প্রপার লাইটিং কন্ডিশনের। লো-লাইটে কিছুটা sofT করে ফেলে ছবি গুলো। ওভারঅল ভালো পারফরম্যান্স পাওয়া যায় এর ক্যামেরা থেকে।

মজার বিষয় হলো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 4k/30fps এবং রেয়ারে 4k/30fps। ভিডিও অনেকটাই স্টাবোল রেজাল্ট পাওয়া যায়। ভিডিও কোয়ালিটি বেশ ভালো যা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন।

পারফরম্যান্সঃ

সাধারণত স্যামসাং তাদের “এ” সিরিজের ফোন গুলোতে একটা ব্যালেন্স প্যাকেজ দেওয়ার চেষ্টা করে। যেমন ধরুন ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সব মিলিয়ে একটু ভালো হওয়ার ট্রাই করে।

প্রসেসর

Galaxy A35 5G এই ডিভাইস এ প্রসেসর হিসাবে এবারব থাকছে Samsung Exynos 1380 এই প্রসেসর। Exynos 1380 নতুন কোন প্রসেসর না পিভিয়াস ফোন গুলোতে এই প্রসেসর ব্যবহার করতে দেখেছি।

র‍্যাম ও স্টোরেজ

Galaxy A35 5G ডিভাইস তিনটি ভেরিয়েন্ট এ বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে ৬/১২৮জিবি, ৮/১২৮জিবি ও ৮/২৫৬জিবি ভেরিয়েন্ট। ডেডিকেটেড ও মাল্টিটাস বেশ ভালোভাবে সামলাতে পারে এই ডিভাইস। র‍্যাম মেনেজমেন্ট ও বেশ ভালো। 

গেমিং

অনেকেরি প্রশ্ন রয়েছে এই Galaxy A35 5G দিয়ে গেমিং করা যাবে কি না? আমি বলবো আপনি যদি এই ডিভাইস দিয়ে গেমিং করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন না। কারণ এটা তেমন গেমিং লেভেলের প্রসেসর না। 

আপনি এই ডিভাইস দিয়ে Pubg, Free Fire গেমস খেলতে পারবেন তবে অনেক সময় ল্যাক, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। 

আপনি যদি গেমিং এর জন্য এই ফোনটি কিনতে চান তাহলে আমি বলবো এই প্রাইস পয়েন্টে এইটা বাদে আরও অনেক ভালো গেমিং ডিভাইস পাবেন  আপনি ঐটা চয়েস করতে পারেন। এইটা কোন গেমিং ডিভাইস না।

অপারেটিং সিস্টেম

Galaxy A35 5G ডিভাইস রান করছে OneUI 6.1 বেস অন Android 14। স্যামসাং বলছে ডিভাইসটিতে তারা ৪ বছরের Android আপডেট দিবে এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট দিবে। এর ফলে Android এ লেটেস্ট থাকবেন আরও ৪ বছর। OneUI বেশ ক্লিন ও ভালো রেজাল্ট দিতে পারে।

Galaxy A35 5G

ব্যাটারিঃ

Galaxy A35 5G তে 5000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। রেগুলার ব্যবহার করলে মুটামুটি একদিন চালিয়ে নিতে পারবেন। দুঃখের বিষয় হলো মোবাইল এর সাথে কোন চার্জার নেই। চার্জার আপনাকে কিনে ব্যবহার করতে হবে। 

সবোর্চ ২৫ ওয়াট এর চার্জিং সিস্টেম সাপোর্ট করে। ২৫ ওয়াট এর চার্জার দিয়ে ফুল চার্জ করতে গেলে ১ঘন্টা থেকে ১:২০ মিনিট এর মতো সময় লাগতে পারে।

Galaxy A35 5G দাম কতো?

বর্তমানে বাংলাদেশ মার্কেট এর ৮/১২৮ জিবি ভেরিয়েন্ট এর দাম হলো ৩৫০০০/- হাজার টাকার মতো। অবশ্যই কেনার সময় একটু খুজা খুজি করে কিনবেন হয়তো কিছুটা কম দামে পেতে পারেন।

Redmi Note 13 pro বাংলাদেশি জাতীয় ফোন