যেভাবে দেখা যাবে নিজের আইপি অ্যাড্রেস

ইন্টারনেট ব্যবহারের সময় আমরা সবাই কোনো না কোনো IP Address ব্যবহার করে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে থাকি। এই IP Address থেকে চাইলেই যে কোনো ইন্টারনেট ব্যবহারকারীর অবস্থানের তথ্য ও ইন্টারনেট ব্যবহারের ইতিহাস জানা যায়।

আইপি অ্যাড্রেস এর দুটি প্রধান কাজ করে:

নেটওয়ার্ক ইন্টারফেস শনাক্তকরণ: এটি নিশ্চিত করে যে ডেটা সঠিক ডিভাইসে পাঠানো হচ্ছে।
অবস্থান ঠিকানা: এটি ইন্টারনেটে একটি ডিভাইসের অবস্থান নির্ধারণ করে।

খুব সহজেই আপনি আপনার IP Address মোবাইল দিয়েই জেনে নিতে পারবেন চলুন তাহলে জেনে নিই কীভাবে নিজের আইপি অ্যাড্রেস জানবো বা আইপি অ্যাড্রেস কিভাবে বেড় করবো-

আরও পড়ুনঃ

কি-বোর্ডের F1 থেকে F12 – কোনটার কি কাজ

আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি?

আইপি অ্যাড্রেস ২প্রকার। একটি হলো পাবলিক আইপি অ্যাড্রেস আরেকটি হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের আইপি অ্যাড্রেস গুলা দেখতে পারি

১. পাবলিক আইপি অ্যাড্রেস : খুব সহজেই আপনি পাবলিক IP Address খুঁজে পাবেন। আইপি অ্যাড্রেস খুজে পাওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটার বা স্মার্টফোন থেকে ব্রাউজারে প্রবেশ করে গুগলে যেতে হবে। সেখানে গিয়ে সার্চ বারে লিখবেন ‘What is my IP Address’ লিখে সার্চ করলেই পাবলিক আইপি অ্যাড্রেস দেখা যাবে।

২. প্রাইভেট আইপি অ্যাড্রেস : স্মার্টফোন ও কম্পিউটার থেকে দুটি ভিন্ন উপায়ে প্রাইভেট আইপি অ্যাড্রেস খোঁজা যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকে প্রাইভেট আইপি অ্যাড্রেস খোঁজার জন্য প্রথমে সেটিংস মেন্যুতে ক্লিক করুন। এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন নির্বাচন করে প্রপার্টিজে চাপুন। নিচে স্ক্রল করলেই আইপিভি৪ অ্যাড্রেস পাওয়া যাবে। এটিই প্রাইভেট আইপি অ্যাড্রেস।

স্মার্টফোন থেকে প্রাইভেট অ্যাড্রেস খোঁজার জন্য প্রথমে সেটিং অপশন এ প্রবেশ করে কানেকশনসে ক্লিক করুন। এরপর ওয়াইফাই অপশনে ট্যাপ করে নেটওয়ার্কের পাশে থাকা সেটিংস আইকনে চাপুন। এবার ভিউ মোর অপশনে ক্লিক করলেই আইপি অ্যাড্রেস দেখা যাবে।

আশাকরি আজকের এই পোস্ট এর মাধ্যমে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি? এই বিষয় সম্পর্কে সঠিক একটি তথ্য তুলে ধরতে পেরেছি। আরও বিস্তারিত জানান জন্য ভিজিট করুন www.google.com গুগল থেকে আরও জানতে পারবেন